‘Sustainability Reporting’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্ট অব বাংলাদেশের চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিল (সিবিসি) কর্তৃক আয়োজিত `Sustainability Reporting: An Enabler of Company Value Creation’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

গত ১৪ অক্টোবর চট্টগ্রামের সিএমএ ভবন মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন আইসিএমএবি, বাংলাদেশ এর ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) ও ইউনিয়ন ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো: সেলিম উদ্দিন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: আবদুর রহমান খান এফসিএমএ।

সভাপতির বক্তব্যে ড. সেলিম জলবায়ু পরিবর্তন, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যসহ নানাবিধ কারণে টেকসই রিপোর্টিংয়ের গুরুত্ব তুলে ধরে টেকসই রিপোর্টিং টেকসই ব্যবসার উপর নির্ভর করে বলে মন্তব্য করেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন আইসিএমএবি, বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম এফসিএমএ এবং রিসোর্স পারসন হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জিআরআইয়ের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক ড. অদিতি হালদার। এছাড়াও আইসিএমএবি, বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের সদস্যগণ  সেমিনারটিতে উপস্থিত ছিলেন। 


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //